ব্লগের উদ্দেশ্য
কম্পিউটারের সাথে পরিচয় হওয়ার পর কম্পিউটার যখন হঠাৎ করে ইন্টারনেটের সাথে পরিচয় করিয়ে দিল। তখন থেকেই আমার ইচ্ছা জেগেছিল ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শেখার। প্রথমেতো অত কিছু বুঝতাম না। এখনো ততভাল বুঝিনা তবে আগের থেকে ইমপ্রুভ করার চেষ্টায় আছি।
আমি টেকটিউনস ছাড়া অন্য কোন ব্লগে লিখিনা। তাই আমার যতগুলি পোষ্ট আছে তার সবগুলিই টেকটিউনস এ পাওয়া যাবে। আমি আলাদাভাবে আমার ব্লগে কিছু লিখিনা। যেটা টেকটিউনস এ লিখি সেটাই এখানেও প্রকাশ করি। আমি মূলত এই ব্লগটিকে আমার একটি এক্সট্রানাল টিউনারপাতা হিসেবে ব্যবহার করি।
ব্লগটি তৈরী করার পিছনে আমার একটাই উদ্দেশ্য সেটা হল নিজের ব্লগ দিয়েই ওয়েব ডেভলপিং, ডিজাইনিং শেখা। আমি ঢাকায় থাকি না। আমার বাড়ি দিনাজপুর। গ্রামে থাকি। গ্রামেই বড় হয়েছি। বাড়িতেই থাকি। বাড়ি থেকেই সবকিছু করি। দিনাজপুর শহরে ওয়েব ডিজাইনিং/ডেভলপিং শেখানোর জন্য কোন প্রতিষ্ঠান নাই। তাই নিজের চেষ্টায় শেখার চেষ্টা করি। মাঝে মাঝে ফেইসবুকে বড় ভাইদের হেল্প নেই।
আমার সকল কিছুর জন্য আমি শুধুমাত্র টেকটিউনস এর প্রতি কৃতজ্ঞ। কারণ টেকটিউনস না হলে হয়ত আমি ফেইসবুকেই চিনতাম না। আর ফেইসবুক না থাকলে কারো হেল্প নিতে পারতাম না। আর হেল্প না পেলে ব্লগও বানানো হত না। আর ব্লগ না বানানো হলে…………….. ।
দোয়া করবেন যাতে আমার উদ্দেশ্য সফল হয়।
-
-
-
-
-
-
ফেসবুক = টেকটিউনস <> টেকটিউনস = ফেসবুক
দোয়া করি যাতে আপনি ফেসবুকে থেকে যেতে পারেন। কারন আপনি ফেসবুকে না থাকলে সাহায্য নিতে পারবেন না। আর সাহায্য নিতে না পারলে টেকটিউনসে লিখতে পারবেন না। আর টেকটিউনসে লিখতে না পারলে আপনার উদ্দেশ্য সফল হবে না। আর আপনার উদ্দেশ্য সফল না হলে…।
দোয়া করি যাতে আপনার উদ্দেশ্য সফল হয়। -
#12 লেখক Noor 6 বছর আগে
-
-
-
#16 লেখক Jahangir 5 বছর আগে
I am a fan of your writing. I also hail from Dinajpur. I appreciate your endeavor, because though you live in a small town with almost no facility to grow IT expertize taking help of others or any institutions, you have prepared yourself by your own enthusiasm. Keep it up my dear brother. Wish you all the best.
-
#20 লেখক কামাল হোসেন 5 বছর আগে
-
-
- এই পোষ্টটির নতুন নতুন মন্তব্যগুলি ইমেইল এ নিন
নাহ ! এরকম কোন পোষ্ট পাওয়া গেল না :(
ভাই দোয়া করি যাতে আপনার উদ্দেশ্য সফল হয়।